Globe Securities Ltd. | Post Details ;
3 Oct

শেয়ার বাজারে শুরু করতে পারেন ডে ট্রেডিং

ডে ট্রেডিং কি ?

সহজ ভাষায় বলতে গেলে ডে ট্রেডিং হচ্ছে দৈনন্দিন বা প্রতিদিনের লেনদেনকে বোঝায়।যারা ডে ট্রেড করে তাদেরকে ডে ট্রেডার বলে।এখন প্রশ্ন জাগতে পারে কোনো আইটেম তো কেনার পরদিনই ম্যাচুরেট হয় না তাহলে প্রতিদিন কিভাবে কেনা বেচা বা লেনদেন করে! উত্তরটাও খুব সহজ।যারা ডে ট্রেড করে তাদের পোর্টপোলিওর একটা অংশ প্রতিদিনই ম্যাচুরেট থাকে।তাই তারা প্রতিদিনই লেনদেন করতে পারে।

এটা কিভাবে সম্ভব! মনে করুন আপনার ২ লাখ টাকা পুজি, রবিবার ১ লাখ টাকার শেয়ার কিনলেন। সোমবার বাকি ১ লাখ টাকার শেয়ার কিনলেন।এখন রবিবারে কেনা শেয়ার মঙলবারে বিক্রি করে অন্য আরেকটি আইটেম এবং সোমবারে কেনা শেয়ার বুধবারে বিক্রি করে বুধবারেই আবার আরেকটি আইটেম বা ওই একই আইটেম বাই ব্যাক করলেন।এভাবে মঙলবারে কেনা শেয়ার বৃহস্পতিবারে এবং বুধবারে কেনা শেয়ার রবিবারে বিক্রি করে আবার বাই ব্যাক করলেন।এই জাতীয় লেনদেনকেই ডে ট্রেডিং বলে।

অবশ্য সপ্তাহে একদিন ট্রেড করলে অনেকে এটাকেও ডে ট্রেডিং বলে থাকেন যদিও এটাকে উইকলি ট্রেডিং বলে কিন্তু শেয়ার বাজারে উইকলি ট্রেডিং শব্দটি প্রচলিত না হওয়ায় উইকলি ট্রেডিংকেও সবাই ডে ট্রেডিং বলে।

ডে ট্রেডিং কারা করে

ক্ষুদ্র ও বড় যে কোনো ধরনের বিনিয়োগকারী ইচ্ছা করলেই ডে ট্রেডিং করতে পারে এতে কোনো বাধা নেই।তবে শুধু মাত্র শেয়ার বাজারের উপর নির্ভরশীল অধিকাংশ বিনিয়োগকারী ই ডে ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন।

ডে ট্রেডিংয়ের উদ্দেশ্য কি

ডে ট্রেডিংয়ের উদ্দেশ্য হচ্ছে Profit To Trade । অর্থাৎ প্রতিটা ট্রেডে অল্প অল্প প্রফিট করে পোর্টপোলিও মেক্সিমাইজ করা। অর্থাৎ শেয়ার বাজারে ট্রেড করে দৈনন্দিন কিছু ইনকাম করা।

বিনিয়োগকারীদের মধ্যে যারা টেকনিক্যাল এনালাইসিস বোঝেন তারা স্মার্ট ডে ট্রেডিং করে প্রতিদিন কিছু কিছু প্রফিট করার পাশাপাশি নিজের পোর্টপোলিওকে বড় পতন থেকে রক্ষা করতে পারে।কিন্তু বাজার এবং আইটেমের আচরন সম্পর্কে যাদের তেমন ধারনা নেই তারা ডে ট্রেডিং করলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়। তাই ভালভাবে এনালাইসিস শিখে নিয়ে শুরু করতে পারেন ডে ট্রেডিং

Comments