Globe Securities Ltd. | Personal Board ;

গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ওয়েবসাইট এর মাধ্যমে পারসোনাল বোর্ড সাজানোর পদ্ধতি:

ভিডিওতে দেখুন :


ধাপ-১

গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এর ওয়েবসাইটে আপনার অনলাইন প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর বামপাশে সাইডবারে আপনি নিচের মত Live Market ট্যাব দেখতে পারবেন। এখন Live Market ট্যাব এ ক্লিক করুন।

ধাপ-২

আপনি Live Market ট্যাব এর ডান কর্ণার এ ক্লিক করলে তিনটি অপশন পাবেন।

  • All Instrument Board
  • Select Instruments
  • Personal Board

ধাপ-৩

এখন All Instrument Board ট্যাব এ ক্লিক করুন।

ধাপ-৪

All Instrument Board ট্যাব এ ক্লিক করার পর আপনি সকল Instrument এর তথ্য একসাথে দেখতে পারবেন। এই Instrument বোর্ড প্রতি দশ সেকেন্ড পর পর আপডেট হয়।

ধাপ-৫

আপনি যদি মনে করেন নিজের মত করে আপনি আপনার Instrument Board সাজাবেন, আপনি সেটা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন । এর জন্য আপনি সাইডবার থেকে Select Instruments এই ট্যাব এ ক্লিক করুন।

ধাপ-৬

আপনি নিচের মত আপনার পারসোনাল Instrument বোর্ড দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একেবারে নতুন ইউজার হন তাহলে আপনার বোর্ডটি খালি দেখাবে।

ধাপ-৭

এরপর আপনি পচ্ছন্দমত এবং পছন্দের ক্রম অনুসারে আপনার পারসোনাল Instrument বোর্ড সাজাতে পারবেন।

ধাপ-৮

আপনি Instrument সিলেক্ট করে Set priority অপশন এর মাধ্যমে যত নম্বর এ Instrument টি দেখতে চান সেটা নির্বাচন করতে পারবেন।

ধাপ-৯

আপনি ইচ্ছে করলে যেকোন Instrument আপনার Instrument বোর্ড থেকে বাদ দিতে পারবেন।

ধাপ-১০

এখন আপনি পারসোনাল বোর্ড ট্যাব এ ক্লিক করলে আপনার পারসোনাল বোর্ডটি দেখতে পারবেন।

ধাপ-১১

আপনি আপনার পারসোনাল বোর্ড এ সর্বোচ্চ ২০ টি Instrument রাখতে পারবেন ।

ধাপ-১২

আপনি আপনার পারসোনাল বোর্ডটি ড্যাসবোর্ডেও দেখতে পারবেন ।